ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২২. অভিযোগ-মামলা দায়ের করার বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৫০
প্রমাণবিহীন দাবি
(২১৫০) তাবিয়ি শা'বি বলেন, একব্যক্তি উসমান রা. থেকে সাতহাজার দিরহাম কর্য নেয়। যখন সে ঋণ পরিশোধ করতে আসে তখন বলে, ঋণের পরিমাণ ছিল মাত্র চারহাজার। উসমান রা. উমার রা.র কাছে বিচার প্রার্থনা করেন। তখন ওই ব্যক্তি বলেন, আপনি কি শপথ করবেন যে, ঋণের পরিমাণ ছিল সাতহাজার? উমার রা. বলেন, লোকটি আপনাকে ইনসাফভিত্তিক প্রস্তাব দিয়েছেন। কিন্তু উসমান রা. শপথ করতে অস্বীকার করেন তখন উমার রা. বলেন, লোকটি যা দিচ্ছে আপনি তাই গ্রহণ করুন।
عن الشعبي: أن رجلا استقرض من عثمان رضي الله عنه سبعة آلاف درهم فلما تقاضاه قال: إنما هي أربعة آلاف فخاصمه إلى عمر رضي الله عنه فقال: أتخلف أنّها سبعة آلاف؟ فقال عمر: أنصفك فأبي عثمان أن يحلف فقال له عمر: خذ ما أعطاك
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান