ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২২. অভিযোগ-মামলা দায়ের করার বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২১৫৩
দুজনে বিবাদ করেছেন কিন্তু কারো কাছেই কোনো প্রমাণ নেই
(২১৫৩) আবু মুসা আশআরি রা. বলেন, দুইব্যক্তি একটি উট বা একটি পশুর বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বিচার প্রার্থনা করে। তাদের কারো কাছেই কোনো সাক্ষ্য-প্রমাণ ছিল না। তখন রাসূলুল্লাহ (ﷺ) পশুটির মালিকানা উভয়ের মধ্যে ভাগাভাগি করে দেন।
عن أبي موسى رضي الله عنه أن رجلين ادعيا بعيرا أو دابة إلى النبي صلى الله عليه وسلم ليست لواحد منهما بينة فجعله النبي صلى الله عليه وسلم بينهما

তাহকীক:
তাহকীক চলমান