ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২২. অভিযোগ-মামলা দায়ের করার বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৪৩
মিথ্যা শপথের মাধ্যমে কোনো মুসলিমের প্রাপ্য কেড়ে নেওয়ার পাপ
(২১৪৩) আবু উমামা হারিসি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ তার শপথের মাধ্যমে কোনো মুসলিমের প্রাপ্য কেড়ে নেয় তবে আল্লাহ তার জন্য জাহান্নামকে ওয়াজিব বা অবশ্যপ্রাপ্য করে দিবেন এবং জান্নাতকে তার জন্য হারাম বা নিষিদ্ধ করে দিবেন। একব্যক্তি প্রশ্ন করে, হে আল্লাহর রাসূল, যদি তা কোনো সামান্য দ্রব্য হয়? তিনি বলেন, যদি আরাক বৃক্ষের একটি কর্তিত ডালও হয়।
عن أبي أمامة الحارثي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: من اقتطع حق امرئ مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنّة فقال له رجل: وإن كان شيئا يسيرا يا رسول الله؟ قال: وإن قضيبا من أراك
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা