ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২২. অভিযোগ-মামলা দায়ের করার বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২১৪০
দাবীদারকে প্রমাণ পেশ করতে হবে এবং অস্বীকারকারী শপথ করবে
(২১৪০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি মানুষদেরকে তাদের দাবি মতো সব কিছু দেওয়া হয় তবে অনেক মানুষই অন্য মানুষদের রক্ত ও সম্পদ দাবি করে বসবে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ মামলা করা হয়েছে সে শপথ করবে।
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: لو يعطى الناس بدعواهم لادعى ناس دماء رجال وأموالهم ولكن اليمين على المدعى عليه... ولكن البينة على المدعي واليمين على من أنكر

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২১৪১
দাবীদারকে প্রমাণ পেশ করতে হবে এবং অস্বীকারকারী শপথ করবে
(২১৪১) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, ইয়ামানের হাদরামাউত অঞ্চলের একব্যক্তি এবং কিনদাহ গোত্রের একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে । হাদরামাউতবাসী কিনদি লোকটির বিরুদ্ধে অভিযোগ পেশ করে যে, সে তার একটি পৈতৃক জমি দখল করে নিয়েছে তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমার নিকট কি কোনো প্রমাণ আছে? লোকটি বলে, না। তখন তিনি বলেন, তাহলে তোমাকে তার শপথ মেনে নিতে হবে।
عن وائل بن حجر رضي الله عنه في قصة الحضرمي والكندي... فقال النبي صلى الله عليه وسلم للحضرمي: ألك بينة؟ قال: لا قال: فلك يمينه

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২১৪২
দাবীদারকে প্রমাণ পেশ করতে হবে এবং অস্বীকারকারী শপথ করবে
(২১৪২) আশআস ইবন কাইস বলেন, আমার ও আরেক ব্যক্তির মাঝে একটি কূপ নিয়ে বিবাদ ছিল। তখন আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট গিয়ে বিচার প্রার্থনা করি । তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি দুইজন সাক্ষী পেশ করবে, অথবা সে (তোমার দাবি স্বীকার বা অস্বীকার করে) শপথ করবে।
عن الأشعث بن قيس رضي الله عنه قال: كانت بيني وبين رجل خصومة في بئر فاختصمنا إلى رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم: شاهداك أو يمينه

তাহকীক:
তাহকীক চলমান