ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২১০৪
বিচারক নিয়োগ ও তাদের বেতন নির্ধারণের দায়িত্ব রাষ্ট্র প্রধানের
(২১০৪) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ইয়ামানে বিচারক হিসেবে প্রেরণ করেন।... হাদীসের মধ্যে তিনি বলেন, তখন আমি ছিলাম অল্পবয়স্ক।
عن علي رضي الله عنه قال: بعثني رسول الله صلى الله عليه وسلم إلى اليمن قاضيا.. …الحديث وفيه: وأنا حديث السن

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২১০৫
বিচারক নিয়োগ ও তাদের বেতন নির্ধারণের দায়িত্ব রাষ্ট্র প্রধানের
(২১০৫) তাবিয়ি নাফি বলেন, উমার ইবনুল খাত্তাব রা. যাইদ ইবন সাবিত রা.কে বিচারক নিয়োগ করেন এবং তার বেতন-ভাতা নির্ধারণ করে দেন।
عن نافع قال: استعمل عمر بن الخطاب زيد بن ثابت رضي الله عنهما على القضاء وفرض له رزقا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২১০৬
বিচারক নিয়োগ ও তাদের বেতন নির্ধারণের দায়িত্ব রাষ্ট্র প্রধানের
(২১০৬) বিচারপতি শুরাইহ তার কর্মের জন্য বেতন গ্রহণ করতেন। আয়িশা রা. বলেন, ওসিয়্যতপ্রাপ্ত অভিভাবক তার কর্মের পরিমাণে ভাতা গ্রহণ করবেন। আবু বাকর রা. ও উমার রা. তাদের কর্মের বিনিময়ে ভাতা গ্রহণ করেছেন।
كان شريح القاضي يأخذ على القضاء أجرا وقالت عائشة: يأكل الوصي بقدر عمالته وأكل أبو بكر وعمر رضي الله عنهم

তাহকীক:
তাহকীক চলমান