ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১০৩
বিচারক নিয়োগের ক্ষেত্রে সতর্কতা
(২১০৩) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কতিপয় মানুষের মধ্য থেকে একব্যক্তিকে নিয়োগ প্রদান করল- যাদের মধ্যে উক্ত নিয়োগপ্রাপ্ত ব্যক্তির চেয়েও আল্লাহর নিকট অধিকতর প্রিয় (অধিকতর যোগ্য) ব্যক্তি বিদ্যমান- সে ব্যক্তি আল্লাহর আমানতের খিয়ানত করল, তাঁর রাসূলের আমানতের খিয়ানত করল এবং মুমিনদের আমানতের খিয়ানত করল ।
عن ابن عباس رضي الله عنهما رفعه: من استعمل رجلا من عصابة وفي تلك العصابة من هو أرضى لله منه فقد خان الله وخان رسوله وخان المؤمنين
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান