ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২০৮৬
ঋণ ফেরত গ্রহণের সময় ঋণদাতা যা বলবেন
(২০৮৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট একব্যক্তির একটি উট পাওনা ছিল । লোকটি উট আদায় করার জন্য আগমন করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, লোকটিকে তার পাওনা উট প্রদান করো। সাহাবিগণ লোকটির যে বয়সের উট পাওনা সেই বয়সের কোনো উট পেলেন না, বরং তার চেয়ে বেশী বয়সের উট পাওয়া গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা তাকে একটি বেশী বয়সের উট দিয়ে দাও। লোকটি বললেন, আপনি আমার পাওনা পুরোপুরি মিটিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে পরিপূর্ণ পুরস্কার দান করুন' । রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমাদের মধ্যে উত্তম সেই যে পরিশোধের ক্ষেত্রে উত্তম।
عن أبي هريرة رضي الله عنه قال: كان لرجل على النّبي صلى الله عليه وسلم سن من الإبل فجاءه يتقاضاه فقال: أعطوه فطلبوا سنه فلم يجدوا له إلا سنا فوقها فقال: أعطوه فقال: أوفيتني أوفى الله بك قال النبي صلى الله عليه وسلم: إن خياركم أحسنكم قضاء.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান