ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২০৮৭
ঋণমুক্তির দুআ
(২০৮৭) আলী রা. থেকে বর্ণিত, তিনি একব্যক্তিকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দেব না, যে বাক্যগুলো রাসূলুল্লাহ (ﷺ) আমাকে শিখিয়েছিলেন, যদি তোমার উপর ‘সীর' পাহাড় পরিমাণ ঋণও থাকে আল্লাহ তোমার পক্ষ থেকে তা পরিশোধ করে দিবেন । তিনি বলেন, তুমি বলবে, 'হে আল্লাহ, আপনি আপনার হালাল দিয়ে আপনার হারাম থেকে আমাকে রক্ষা করুন এবং আপনার করুণা দিয়ে আপনি ছাড়া অন্যদের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন'।
عن علي رضي الله عنه أنه قال لرجل : ألا أعلمك كلمات علمنيهن رسول الله صلى الله عليه وسلم لو كان عليك مثل جبل صير دينا أداه الله عنك قال قل: اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান