ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২০৮৫
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
কারো উপকার করা হলে কী বলতে হয়
(২০৮৫) উসামা ইবন যাইদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কাউকে কোনোভাবে উপকার বা সহযোগিতা করা হয় এবং সে উপকারীকে বলে আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার প্রদান করুন' তবে সে উপকারীর প্রশংসার দায়িত্ব সর্বোত্তমভাবে আদায় করল।
كتاب البيوع
عن أسامة بن زيد رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صنع إليه معروف فقال لفاعله: جزاك الله خيرا فقد أبلغ في الثناء
তাহকীক: