ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২০৪২
মদ, মৃতপ্রাণি, শূকর, মূর্তি ও মৃতপ্রাণির চর্বি বিক্রয় হারাম
(২০৪২) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, তিনি মক্কা বিজয়ের সময়ে মক্কায় অবস্থানরত অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেন, নিশ্চয় আল্লাহ ও তাঁর রাসূল মদ, মৃতপ্রাণি, শূকর ও মূর্তি বেচাকেনা হারাম ও নিষিদ্ধ করেছেন। তখন বলা হল, হে আল্লাহর রাসূল, বলুন তো, মৃতপ্রাণির চর্বির বিধান কী হবে? কারণ তা দিয়ে নৌকা-জাহাজে আস্তর দেওয়া হয়, চামড়া পালিশ করা হয় এবং মানুষেরা তা দিয়ে বাতি জ্বালায় । তখন তিনি বলেন, না, তা হারাম। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) এই প্রসঙ্গে বলেন, আল্লাহ ইয়াহুদিদেরকে ধ্বংস করুন, যখন আল্লাহ পশুর চর্বি হারাম করলেন, তখন তারা তা গলিয়ে তেলে রূপান্তরিত করে, অতঃপর তা বিক্রয় করে তার মূল্য ভক্ষণ করে।
عن جابر بن عبد الله رضي الله عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول عام الفتح وهو بمكة : إنّ الله ورسوله حرم بيع الخمر والميتة والخنزير والأصنام فقيل يا رسول الله أرأيت شحوم الميتة فإنها يطلى بها السفن ويدهن بها الجلود ويستصبح بها الناس فقال لا هو حرام ثم قال رسول الله صلى الله عليه وسلم عند ذلك قاتل الله اليهود إن الله لما حرم شحومها جملوه ثم باعوه فأكلوا ثمنه.

তাহকীক:
তাহকীক চলমান