ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২০৪৩
কুকুরের মূল্য, বেশ্যার উপার্জন, গণকের পারিশ্রমিক ও বিড়ালের মূল্য নিষিদ্ধ এবং শিকারি কুকুর বিক্রয় বৈধ
(২০৪৩) আবু মাসউদ আনসারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুকুরের মূল্য, বেশ্যার উপার্জন এবং গণকের পারিশ্রমিক থেকে নিষেধ করেছেন।
عن أبي مسعود الأنصاري رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم نهى عن ثمن الكلب ومهر البغي وحلوان الكاهن.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২০৪৪
কুকুরের মূল্য, বেশ্যার উপার্জন, গণকের পারিশ্রমিক ও বিড়ালের মূল্য নিষিদ্ধ এবং শিকারি কুকুর বিক্রয় বৈধ
(২০৪৪) তাবিয়ি আবু যুবাইর (১২৬ হি.) বলেন, আমি জাবির ইবন আব্দুল্লাহ রা.কে কুকুর ও বিড়ালের মূল্য সম্পর্কে জিজ্ঞাসা করি । তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তা নিষেধ করেছেন।
عن أبي الزبير قال: سألت جابرا رضي الله عنه عن ثمن الكلب والسنور قال: زجر النبي صلى الله عليه وسلم عن ذلك.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২০৪৫
কুকুরের মূল্য, বেশ্যার উপার্জন, গণকের পারিশ্রমিক ও বিড়ালের মূল্য নিষিদ্ধ এবং শিকারি কুকুর বিক্রয় বৈধ
(২০৪৫) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুকুর ও বিড়ালের মূল্য নিষিদ্ধ করেছেন, তবে শিকারের কুকুর নয়।
عن جابر رضي الله عنه مرفوعا: نهى عن ثمن الكلب والسنور إلا كلب صيد.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২০৪৬
কুকুরের মূল্য, বেশ্যার উপার্জন, গণকের পারিশ্রমিক ও বিড়ালের মূল্য নিষিদ্ধ এবং শিকারি কুকুর বিক্রয় বৈধ
(২০৪৬) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুকুরের মূল্য নিষিদ্ধ করেছেন, প্রশিক্ষিত (শিকারি) কুকুর বাদে।
عن جابر بن عبد الله رضي الله عنه مرفوعا: نهى عن ثمن الكلب إلا الكلب المعلم.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২০৪৭
কুকুরের মূল্য, বেশ্যার উপার্জন, গণকের পারিশ্রমিক ও বিড়ালের মূল্য নিষিদ্ধ এবং শিকারি কুকুর বিক্রয় বৈধ
(২০৪৭) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শিকারি কুকুরের মূল্যের বিষয়ে অনুমতি প্রদান করেছেন।
عن ابن عباس رضي الله عنهما قال: رخص رسول الله صلى الله عليه وسلم في ثمن كلب الصيد.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২০৪৮
কুকুরের মূল্য, বেশ্যার উপার্জন, গণকের পারিশ্রমিক ও বিড়ালের মূল্য নিষিদ্ধ এবং শিকারি কুকুর বিক্রয় বৈধ
(২০৪৮) আব্দুল্লাহ ইবন আমর রা. থেকে বর্ণিত, একব্যক্তি একটি শিকারি কুকুর হত্যা করে, এজন্য তিনি চল্লিশ দিরহাম জরিমানা প্রদানের রায় প্রদান করেন। আর পশুপাল রক্ষায় নিয়োজিত কুকুরের বিষয়ে তিনি একটি ভেড়া জরিমানা প্রদানের রায় প্রদান করেন।
عن عبد الله بن عمرو رضي الله عنه أنه قضى في كلب صيد قتله رجل بأربعين درهما وقضى في كلب ماشية بكبش

তাহকীক:
তাহকীক চলমান