ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২০১২
ওযন করার পূর্বে বিক্রয় করা এবং ‘ক্রেতা-বিক্রেতা যতক্ষণ পরস্পরে পৃথক না হবে ততক্ষণ বিক্রয়চুক্তি বাতিল করার অধিকার থাকবে' হাদীসটির ব্যাখ্যা
(২০১২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ খাদ্য ক্রয় করে, তবে তা ওযন করে না নেওয়া পর্যন্ত যেন সে তা বিক্রয় না করে । অন্য বর্ণনায়: 'তা নিজে পুরোপুরি বুঝে না নেওয়া পর্যন্ত যেন সে তা বিক্রয় না করে'।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من اشترى طعاما فلا يبعه حتى يكتاله (حتى يقبضه).
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২০১৩
ওযন করার পূর্বে বিক্রয় করা এবং ‘ক্রেতা-বিক্রেতা যতক্ষণ পরস্পরে পৃথক না হবে ততক্ষণ বিক্রয়চুক্তি বাতিল করার অধিকার থাকবে' হাদীসটির ব্যাখ্যা
(২০১৩) হাকীম ইবন হিযাম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ক্রেতা বিক্রেতা উভয়ে পরস্পরে পৃথক না হওয়া পর্যন্ত তাদের এখতিয়ার থাকবে (বিক্রয়চুক্তি বাতিল করার)।
عن حكيم بن حزام رضي الله عنه مرفوعا: البيعان بالخيار ما لم يتفرقا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা