ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২০১৪
পশুর পিঠে থাকা অবস্থায় পশম ও স্তনে থাকা অবস্থায় দুধ বিক্রয়ে নিষেধাজ্ঞা
(২০১৪) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন খাওয়ার উপযোগী হওয়ার আগে ফল বিক্রয় করতে, পিঠের উপর থাকা অবস্থায় পশম বিক্রয় করতে এবং স্তনের মধ্যে থাকা অবস্থায় দুধ বিক্রয় করতে।
عن ابن عباس رضي الله عنهما قال: نهى رسول الله صلى الله عليه وسلم أن تباع ثمرة حتى تطعم ولا صوف على ظهر ولا لبن في ضرع.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান