ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২০০৭
ফল, খেজুর, শস্যের শিষ, আঙুর, শস্য ইত্যাদি কখন বিক্রয় করা বৈধ এবং ক্ষতিগ্রস্ত ফল-ফসল বাদ দেওয়ার নির্দেশ
(২০০৭) আনাস ইবন মালিক রা. বলেন, গাছের ফলের স্থায়িত্ব প্রকাশ পাওয়ার আগে তা বিক্রয় করতে এবং খেজুরের রং লালচে বা হলুদাভ হওয়ার পূর্বে তা বিক্রয় করতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন।
عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم: أنه نهى عن بيع الثمرة حتى يبدو صلاحها وعن النخل حتى يزهو قيل: وما يزهو؟ قال: يحمار أو يصفار

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২০০৮
ফল, খেজুর, শস্যের শিষ, আঙুর, শস্য ইত্যাদি কখন বিক্রয় করা বৈধ এবং ক্ষতিগ্রস্ত ফল-ফসল বাদ দেওয়ার নির্দেশ
(২০০৮) ইবন উমার রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ অর্থে একটি হাদীস বর্ণনা করেছেন। তার বর্ণনায় অতিরিক্ত বলা হয়েছে, এবং সাদা হওয়ার ও প্রাকৃতিক দুর্যোগে বিনষ্ট হওয়ার সময় অতিক্রান্ত হওয়ার আগে শষ্যের শিষ বিক্রয় করতে তিনি নিষেধ করেছেন'।
عن ابن عمر رضي الله عنه مرفوعا نحوه وزاد مسلم: وعن السنبل حتى يبيض ويأمن العاهة

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২০০৯
ফল, খেজুর, শস্যের শিষ, আঙুর, শস্য ইত্যাদি কখন বিক্রয় করা বৈধ এবং ক্ষতিগ্রস্ত ফল-ফসল বাদ দেওয়ার নির্দেশ
(২০০৯) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তুমি তোমার ভাইয়ের কাছে কোনো ফল বিক্রয় কর, এরপর (গাছে থাকা অবস্থাতেই) সেই ফল প্রাকৃতিক দুর্যোগ-বিপর্যয়ে নষ্ট হয়ে যায়, তবে তোমার জন্য বৈধ হবে না যে তুমি ক্রেতা থেকে কোনো কিছু (মূল্য) গ্রহণ করবে। কীসের বিনিময়ে তুমি অন্যায়ভাবে তোমার ভাইয়ের সম্পদ গ্রহণ করবে?
عن جابر بن عبد الله رضي الله عنهما مرفوعا: لو بعت من أخيك تمرا فأصابته جائحة فلا يحل لك أن تأخذ منه شيئا بم تأخذ مال أخيك بغير حق؟

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২০১০
ফল, খেজুর, শস্যের শিষ, আঙুর, শস্য ইত্যাদি কখন বিক্রয় করা বৈধ এবং ক্ষতিগ্রস্ত ফল-ফসল বাদ দেওয়ার নির্দেশ
(২০১০) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিয়েছেন প্রাকৃতিক দুর্যোগ-বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ফল-ফসল (বিক্রয়ের হিসাব থেকে) বাদ দিতে । (ফল-ফসল গাছে বা শিষের মধ্যে থাকা অবস্থায় বিক্রয় করার পরে ফল পাড়া বা ফসল কাটার পূর্বেই যদি প্রাকৃতিক দুর্যোগে তা নষ্ট হয়ে যায় তবে ক্ষতিগ্রস্ত ফল-ফসলকে বিক্রয়ের হিসাব থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন)।
عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أمر بوضع الجوائح

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২০১১
ফল, খেজুর, শস্যের শিষ, আঙুর, শস্য ইত্যাদি কখন বিক্রয় করা বৈধ এবং ক্ষতিগ্রস্ত ফল-ফসল বাদ দেওয়ার নির্দেশ
(২০১১) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কালচে হওয়ার আগে আঙুর বিক্রয় করতে এবং শক্ত হওয়ার আগে শস্য বিক্রয় করতে নিষেধ করেছেন।
عن أنس رضي الله عنه: أنّ النّبي صلى الله عليه وسلم نهى عن بيع العنب حتى يسود وعن بيع الحب حتى يشتد.

তাহকীক:
তাহকীক চলমান