ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৩. রাষ্ট্র ও প্রশাসন - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৯৬৯
বিদ্রোহীদের বিভ্রান্তি পূর্ণরূপে প্রমাণিত করার জন্য তাদের সাথে বিতর্ক-আলোচনা করা মুসতাহাব
(১৯৬৯) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যখন হারূরিগণ (খারিজিগণ) আলীর সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে বিচ্ছিন্ন হয়ে গেল তখন তারা একটি বাড়িতে একত্র হয়। তারা ছিল সংখ্যায় ছয়হাজার। আমি তখন আলী রা.কে বললাম, হে আমীরুল মুমিনীন, আপনি যুহরের সালাত একটু ঠাণ্ডা করে (দেরি করে) আদায় করুন; তাহলে আমি সেই অবসরে এই লোকগুলোর কাছে গিয়ে তাদের সাথে কথা বলতে পারব। ইবন আব্বাস রা. বলেন, তখন আমি উঠে বেরিয়ে গেলাম এবং তাদের সমাবেশের মধ্যে প্রবেশ করে তাদেরকে সালাম দিলাম। আমি বললাম, তোমরা আমাকে বলো, তোমরা কেন রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবিগণ এবং তাঁর চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছ? তারা বলে, তিনটি কারণে ।... ইবন আব্বাস এই তিনটি কারণ ও সেগুলোর বিষয়ে সাহাবিগণ ও আলী রা.র মতের বিশুদ্ধতা ও খারিজিগণের মতের অসারতা বর্ণনা করেন।... এই হাদীসের শেষে রয়েছে, ইবন আব্বাসের আলোচনায় তারা লা-জাওয়াব হয়ে যায়। এতে তাদের মধ্য থেকে দুইহাজার মানুষ ভ্রান্তমত পরিত্যাগ করে আলীর সৈন্যদলে ফিরে আসে । আর বাকি লোকগুলো তাদের বিভ্রান্তির উপর প্রতিষ্ঠিত থেকে বিদ্রোহ ঘোষণা করে । এই বিভ্রান্তির উপরেই তারা নিহত হয়। মুহাজির ও আনসার সাহাবিগণ তাদেরকে যুদ্ধ করে হত্যা করেন।
عن عبد الله بن عباس رضي الله عنه قال: لما خرجت الحرورية اعتزلوا في دار وكانوا ستة آلاف فقلت لعلي: يا أمير المؤمنين أبرد بالصلاة لعلي آتي هؤلاء القوم فأكلمهم قال: فقمت وخرجت ودخلت عليهم فسلمت عليهم وقلت: أخبروني ماذا نقمتم على أصحاب رسول الله صلى الله عليه وسلم وابن عمه قالوا: ثلاث... فذكر الحديث وفيه: وقد أسكتهم بالحجة وفيه: فرجع منهم ألفان وخرج سائرهم فقتلوا على ضلالتهم فقتلهم المهاجرون والأنصار
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান