ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৩. রাষ্ট্র ও প্রশাসন - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৯৭০
বিদ্রোহীদের আহত ব্যক্তিকে বা বন্দিকে হত্যা করা যাবে না, তাদের ভূসম্পত্তি জবরদখল ও সৈন্যদের মধ্যে বণ্টন করা যাবে না
(১৯৭০) তাবিয়ি ইবন শিহাব যুহরি (১২৪ হি.) বলেন, আমি উমাইয়া প্রশাসক সুলাইমান ইবন হিশামকে (১৩২ হি.) পত্র লিখে বলি, জেনে রাখুন, যখন প্রথম ফিতনা-সন্ত্রাসের উদ্ভব হয় (আলী রা.র সময়ে খারিজিগণের বিদ্রোহ ও সন্ত্রাস) তখন বদর যুদ্ধে অংশগ্রহণকারী অনেক সাহাবি জীবিত ছিলেন। তখন তারা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, কেউ যদি কুরআনের ব্যাখ্যার ভিত্তিতে কোনো মহিলার সাথে মিলিত হয় তবে তাকে শরীআত নির্ধারিত শাস্তি দেওয়া হবে না । কেউ যদি কুরআনের ব্যাখ্যার ভিত্তিতে কোনো হত্যাকাণ্ডে লিপ্ত হয় তবে তাকে মৃত্যুদণ্ড দিবেন না। কেউ যদি কুরআনের ব্যাখ্যার ভিত্তিতে কোনো সম্পদ দখল করে তবে তার জরিমানা করা হবে না; তবে এইরূপভাবে দখলকৃত কোনো সম্পদ যদি তার নিকট থাকে তবে তা ফেরত নেওয়া হবে।
عن الزهري أنه كتب إلى سليمان بن هشام: أما بعد: فإن الفتنة الأولى ثارت وأصحاب رسول الله صلى الله عليه وسلم من شهد بدرا كثير فاجتمع رأيهم على أن لا يقيموا على أحد حدا في فرج استحلوه بتأويل القرآن ولا قصاص في قتل أصابوه (دم استحلوه) بتأويل القرآن ولا يرد مال استحلوه بتأويل القرآن إلا أن يوجد شيء بعينه فيرد على صاحبه

তাহকীক:
তাহকীক চলমান