ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৩. রাষ্ট্র ও প্রশাসন - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৯৬৮
রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি
(১৯৬৮) আরফাজাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একজনকে রাষ্ট্র প্রধান নিয়োগ করে তার নেতৃত্বে তোমরা যখন একমত থাকবে সেই সময়ে যদি কেউ এসে তোমাদের সামাজিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে বা তোমাদের ঐক্য বিনষ্ট করতে চায় তবে তোমরা তাকে হত্যা করবে ।
عن عرفجة رضي الله عنه مرفوعا: من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن يشق عصاكم أو يفرق جماعتكم فاقتلوه

তাহকীক:
তাহকীক চলমান