ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৮৮২
শাসক-সেনাপতি দ্বিপ্রহর পর্যন্ত যুদ্ধের জন্য অপেক্ষা করবেন। এরপর যুদ্ধের উৎসাহ প্রদান করবেন, ধৈর্যের নির্দেশ দিবেন এবং বিজয়ের দুআ করবেন
(১৮৮২) আব্দুল্লাহ ইবন আবু আওফা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কোনো একযুদ্ধে, যেখানে তিনি শত্রুর মোকাবিলা করেছিলেন, সূর্য মধ্যগগন থেকে ঢলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। অতঃপর তিনি খুতবা (বক্তৃতা) দেওয়ার জন্য দাঁড়ালেন। তিনি বললেন, হে মানুষেরা, শত্রুর মোকাবিলা কামনা করবে না, বরং আল্লাহর কাছে শান্তি-নিরাপত্তা প্রার্থনা করবে। তবে যখন তোমরা শত্রুর মোকাবিলা করবে তখন ধৈর্য ধারণ করবে। তোমরা জেনে রাখো, জান্নাত তরবারির ছায়ার নীচে। অতঃপর তিনি বলেন, 'হে আল্লাহ, গ্রন্থ অবতরণকারী, মেঘমালা সঞ্চারণকারী, সম্মিলিত বাহিনীকে পরাজিতকারী, আপনি এদেরকে পরাজিত করুন এবং তাদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন'।
عن عبد الله بن أبي أوفى رضي الله عنه: إن رسول الله صلى الله عليه وسلم في بعض أيامه التي لقي فيها انتظر حتى مالت الشمس ثم قام في الناس خطيبا قال: أيها الناس لا تمنوا لقاء العدو وسلوا الله العافية فإذا لقيتموهم فاصبروا واعلموا أن الجنة تحت ظلال السيوف ثم قال: اللهم منزل الكتاب ومجري السحاب وهازم الأحزاب اهزمهم وانصرنا عليهم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা