ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৮৮৩
জিহাদ অধ্যায়
পরিচ্ছেদঃ যুদ্ধের সময় শব্দ করা মাকরূহ
(১৮৮৩) তাবিয়ি কাইস ইবন উবাদ (৮০ হি.) বলেন, নবী (ﷺ) এর সাহাবিগণ যুদ্ধের সময় শব্দ করা (কথাবার্তা, শোরগোল বা চিৎকার) অপছন্দ করতেন ।
كتاب الجهاد
عن قيس بن عباد قال: كان أصحاب النبي صلى الله عليه وسلم يكرهون الصوت عند القتال
tahqiq

তাহকীক: