ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৮৮০
জিহাদে গোপনীয়তা রক্ষা করা এবং হাদীসের বাণী 'যুদ্ধ ধোঁকা-কৌশল'
(১৮৮০) কা'ব ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন কোনো যুদ্ধাভিযানের সিদ্ধান্ত নিতেন তখন অধিকাংশ ক্ষেত্রে তিনি মূল সিদ্ধান্ত গোপন করে অন্য কিছুর ইঙ্গিত করতেন।
عن كعب بن مالك رضي الله عنه كان رسول الله صلى الله عليه وسلم قلما يريد غزوة يغزوها إلا ورى بغيرها

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৮৮১
জিহাদে গোপনীয়তা রক্ষা করা এবং হাদীসের বাণী 'যুদ্ধ ধোঁকা-কৌশল'
(১৮৮১) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যুদ্ধ ধোঁকা-কৌশল ।
عن جابر بن عبد الله رضي الله عنهما مرفوعا: الحرب خدعة

তাহকীক:
তাহকীক চলমান