ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৮৭২
যুদ্ধাভিযানে অংশগ্রহণকারীকে প্রস্তুত করা বা তার অনুপস্থিতিতে তার পরিবারকে দেখাশোনা করার মর্যাদা
(১৮৭২) যাইদ ইবন খালিদ জুহানি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর পথে যুদ্ধাভিযানে অংশগ্রহণকারী কোনো গাযিকে যে (যানবাহন, সমরাস্ত্র ইত্যাদি দিয়ে) প্রস্তুত করল, সেও যুদ্ধ করল। আল্লাহর পথে যুদ্ধাভিযানে অংশগ্রহণকারী কোনো গাযির যুদ্ধকালীন অনুপস্থিতিতে যে ভালোভাবে তার পরিবার-পরিজনের দেখাশুনা করল সেও যুদ্ধ করল।
عن زيد بن خالد الجهني رضي الله عنه مرفوعا: من جهز غازيا في سبيل الله فقد غزا ومن خلف غازيا في سبيل الله بخير فقد غزا

তাহকীক:
তাহকীক চলমান
