ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৮৭১
জিহাদ পরিত্যাগ করা ধ্বংসের কারণ
(১৮৭১) তাবিয়ি আসলাম ইবন ইয়াযীদ আবু ইমরান বলেন, (মুআবিয়া রা.র শাসনামলে ৪৪ হিজরিতে) আমরা মদীনা থেকে যুদ্ধাভিযানে কনস্ট্যান্টিনোপলের উদ্দেশ্যে বের হলাম। তখন মদীনার প্রশাসক ছিলেন খালিদ ইবন ওয়ালীদের পুত্র আব্দুর রহমান (৪৬ হি.)। রোমান সৈন্যগণ কনস্ট্যান্টিনোপল শহরের প্রতিরক্ষা প্রাচীরের সাথে পিঠ ঠেকিয়ে অবস্থান করছিল। তখন একব্যক্তি শত্রুদের উপর আক্রমণ চালায়। এতে মানুষেরা বলে উঠে, আহ হা! কী করল! লা ইলাহা ইল্লাল্লাহ!! “নিজের হাতে নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করল !! তখন এই অভিযানে অংশগ্রহণকারী সাহাবি আবু আইউব আনসারি রা. বলেন, (এই আয়াতের সঠিক অর্থ তোমরা বুঝ নি ।) এই আয়াতটি আমাদের, আনসার সম্প্রদায়ের সম্পর্কে নাযিল হয়েছিল । যখন আল্লাহ তাঁর নবী (ﷺ) কে সাহায্য করলেন এবং ইসলামকে বিজয়ী করলেন, তখন আমরা বললাম, এসো, এখন আমরা আমাদের ধন-সম্পদ, খেত-খামারের মধ্যে অবস্থান করি এবং এগুলোকে গোছগাছ করি । তখন মহিমাময় আল্লাহ নাযিল করলেন, 'তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং তোমাদের নিজের হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ কোরো না' (সূরা বাকারা: ১৯৫ আয়াত)। অতএব নিজের হাতে নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করার অর্থ হল যে, আমরা ধন-সম্পদ, খেত-খামারের মধ্যে অবস্থান করব, সেগুলো গোছগাছ করব এবং জিহাদ পরিত্যাগ করব ।
عن أسلم أبي عمران قال: غزونا من المدينة نريد القسطنطينية وعلى الجماعة عبد الرحمن بن خالد بن الوليد والروم ملصقو ظهورهم بحائط المدينة فحمل رجل على العدو فقال الناس: مه مه لا إله إلا الله يلقي بيديه إلى التهلكة فقال أبو أيوب: إنما نزلت هذه الآية فينا معشر الأنصار لما نصر الله نبيه وأظهر الإسلام قلنا: هلم نقيم في أموالنا ونصلحها فأنزل الله تعالى: وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة فالإلقاء بالأيدي إلى التهلكة أن نقيم في أموالنا ونصلحها وندع الجهاد

তাহকীক:
তাহকীক চলমান