ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৮৭০
জিহাদ না করার পাপ
(১৮৭০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মৃত্যু বরণ করল, অথচ সে কোনো যুদ্ধের অভিযানে অংশ নিল না এবং নিজের মনে যুদ্ধাভিযানে অংশ নেওয়ার কামনা-পরিকল্পনা করল না, সে মুনাফিকির একটি শাখার মধ্যে মৃত্যুবরণ করল।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من مات ولم يغز ولم يحدث به نفسه مات على شعبة من نفاق
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা