ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৮৭৩
শত্রুর দেশ থেকে হিজরত বা দেশত্যাগ করা
(১৮৭৩) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মক্কা বিজয়ের পরে আর হিজরত (দেশত্যাগ) নেই । কিন্তু জিহাদ ও নিয়্যাত ।
عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: لا هجرة بعد الفتح ولكن جهاد ونية

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৮৭৪
শত্রুর দেশ থেকে হিজরত বা দেশত্যাগ করা
(১৮৭৪) আব্দুল্লাহ ইবন ওয়াকদান সা'দি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যতদিন পর্যন্ত কাফিরদের সাথে যুদ্ধ চলবে ততদিন হিজরত বন্ধ হবে না।
عن عبد الله بن وقدان السعدي مرفوعا: لا تنقطع الهجرة ما قوتل الكفار

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৮৭৫
শত্রুর দেশ থেকে হিজরত বা দেশত্যাগ করা
(১৮৭৫) আব্দুল্লাহ ইবন আমর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মুহাজির অর্থাৎ হিজরত বা দেশত্যাগকারী তো সেই ব্যক্তি যে আল্লাহ যা নিষেধ করেছেন তা ত্যাগ করেছে।
عن عبد الله بن عمرو رضي الله عنهما مرفوعا: والمهاجر من هجر ما نهى الله عنه

তাহকীক:
তাহকীক চলমান