ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭৮৯
ব্যভিচার ও তার আনুষঙ্গিক কার্যাদির পাপ, চুরি, মদপান ও সুদ খাওয়ার পাপ
(১৭৮৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন কোনো ব্যভিচারী ব্যভিচারে লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না, যখন কোনো মদপায়ী মদপানে লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না, যখন কোনো চোর চুরিতে লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن ولا يسرق حين يسرق وهو مؤمن... والتوبة معروضة بعد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৭৯০
ব্যভিচার ও তার আনুষঙ্গিক কার্যাদির পাপ, চুরি, মদপান ও সুদ খাওয়ার পাপ
(১৭৯০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মানব সন্তানের উপর ব্যভিচারের জন্য তার অংশ লিপিবদ্ধ করা হয়েছে, যে অংশটুকু সে পাবেই। চক্ষুদ্বয়ের ব্যভিচার দৃষ্টি, কর্ণদ্বয়ের ব্যভিচার শ্রবণ, জিহ্বার ব্যভিচার কথা, হাতের ব্যভিচার ধরা, পায়ের ব্যভিচার হ্যাঁটা, অন্তর কামনা করে ও আশা করে আর গুপ্তাঙ্গ তা সত্য বা মিথ্যায় পর্যবসিত করে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: كتب على ابن آدم نصيبه من الزنا مدرك ذلك لا محالة فالعينان زناهما النظر والأذنان زناهما الاستماع واللسان زناه الكلام واليد زناها البطش والرجل زناها الخطا والقلب يهوى ويتمنى ويصدق ذلك الفرج ويكذبه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৭৯১
ব্যভিচার ও তার আনুষঙ্গিক কার্যাদির পাপ, চুরি, মদপান ও সুদ খাওয়ার পাপ
(১৭৯১) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে জনগোষ্ঠীর মধ্যে ব্যভিচার অথবা সুদ প্রকাশিত হল তারা নিজেদেরকে আল্লাহর শাস্তির মধ্যে নিক্ষেপ করল ।
عن ابن مسعود رضي الله عنه مرفوعا: ما ظهر في قوم الزنا أو [و] الربا إلا أحلوا بأنفسهم عذاب [عقاب الله
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান