ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭৯২
স্বীয় স্ত্রীর মলদ্বারে মিলিত হওয়ার পাপ
(১৭৯২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি স্ত্রীর সাথে মলদ্বারে মিলিত হল সে কুফুরি করল।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من أتى النساء في أعجازهن فقد كفر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৭৯৩
স্বীয় স্ত্রীর মলদ্বারে মিলিত হওয়ার পাপ
(১৭৯৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর সাথে গুহ্যপথে মিলিত হয় সে অভিশপ্ত।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: ملعون من أتى امرأته في دبرها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান