ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭৮৮
জিহ্বা ও গুপ্তাঙ্গের সংরক্ষণের ফযীলত
(১৭৮৮) সাহল ইবন সা'দ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ আমার জন্য তার দুই চোয়ালের মাঝে যা রয়েছে (তার জিহ্বা) এবং তার দুই পায়ের মাঝে যা রয়েছে (তার যৌনাঙ্গ) উভয়ের সংরক্ষণের নিশ্চয়তা দিতে পারে তবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা প্রদান করব।
عن سهل بن سعد رضي الله عنه مرفوعا: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة

তাহকীক:
তাহকীক চলমান