ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭৮৬
হদ্দ বা শরীআতি শাস্তির মাধ্যমে কৃত অপরাধের আংশিক মার্জনা, পূর্ণ ক্ষমার জন্য তাওবার প্রয়োজন
(১৭৮৬) উবাদা ইবনুস সামিত রা. বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে এক মজলিসে বসে ছিলাম। এমতাবস্থায় তিনি বলেন, তোমরা আমার কাছে বাইআত-প্রতিজ্ঞা করো যে, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না ও আল্লাহ যে জীবনকে সম্মানিত করেছেন সে জীবন তোমরা আইনানুগ পদ্ধতি ছাড়া হত্যা করবে না । তোমাদের মধ্যে যে এই প্রতিজ্ঞাগুলো পালন করবে তার পুরস্কার সে আল্লাহর নিকট লাভ করবে। আর যদি কোনো ব্যক্তি এ সকল পাপের মধ্যে কোনো পাপে লিপ্ত হয় এবং তাকে সে জন্য শাস্তি প্রদান করা হয় তবে সেই শাস্তি তার পাপের জন্য কাফফারা বা মার্জনা। আর যদি কেউ এগুলোর কোনো পাপে জড়িয়ে পড়ে, কিন্তু আল্লাহ তার অপরাধ গোপন করে রাখেন তবে তার বিষয়টি আল্লাহর উপরে ন্যস্ত। আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করবেন এবং ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন।
عن عبادة بن الصامت رضي الله عنه قال: كنا مع رسول الله صلى الله عليه وسلم في مجلس فقال: تبايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تزنوا ولا تسرقوا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق فمن وفى منكم فأجره على الله ومن أصاب شيئا من ذلك فعوقب به فهو كفارة له ومن أصاب شيئا من ذلك فستره الله عليه فأمره إلى الله إن شاء عفا عنه وإن شاء عذبه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৭৮৭
হদ্দ বা শরীআতি শাস্তির মাধ্যমে কৃত অপরাধের আংশিক মার্জনা, পূর্ণ ক্ষমার জন্য তাওবার প্রয়োজন
(১৭৮৭) আবু হুরাইরা রা. একজন চোরের শাস্তি প্রদানের ঘটনা বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা একে নিয়ে যাও, এর হাত কেটে দাও, অতঃপর রক্ত বন্ধ করো এবং তারপর আমার কাছে নিয়ে এসো । তখন লোকটির হাত কাটা হল এবং পরে তাঁর নিকট আনয়ন করা হল । তিনি বলেন, তুমি আল্লাহর কাছে তাওবা করো । লোকটি বলল, আমি তওবা করলাম। তখন তিনি বললেন, আল্লাহ তোমার তাওবা কবুল করেছেন ।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا في قصة السارق: اذهبوا به فاقطعوه ثم الحسموه ثم ايتوني به فقطع ثم أتي به فقال: تب إلى الله فقال: تبت إلى الله فقال: تاب الله عليك
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা