ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১০. শপথ ও মান্নতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭৫৩
আল্লাহ ছাড়া অন্য কারো নামে বা পিতামাতার নামে শপথ নিষেধ
(১৭৫৩) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক কাফেলার মধ্যে উমার ইবনুল খাত্তাব রা.কে দেখতে পান। এসময়ে উমার তার পিতার নামে শপথ করছিলেন । তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে ডেকে বলেন, সাবধান! নিশ্চয় আল্লাহ তোমাদেরকে তোমাদের পিতাদের নামে শপথ করতে নিষেধ করছেন যে শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে, তা নাহলে সে যেন চুপ করে থাকে ।
عن ابن عمر رضي الله عنهما أنه صلى الله عليه وسلم أدرك عمر بن الخطاب في ركب وهو يحلف بأبيه فناداهم رسول الله صلى الله عليه وسلم: ألا إن الله ينهاكم أن تحلفوا بآبائكم فمن كان حالفا فليحلف بالله وإلا فليصمت

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৭৫৪
আল্লাহ ছাড়া অন্য কারো নামে বা পিতামাতার নামে শপথ নিষেধ
(১৭৫৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের পিতাদের নামে, মায়েদের নামে এবং দেবদেবীর নামে শপথ করবে না। তোমরা আল্লাহর নামে ছাড়া কারো নামে শপথ করবে না। আর তোমরা সত্যকথা ছাড়া আল্লাহর নামে শপথ করবে না।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا تحلفوا بآبائكم ولا بأمهاتكم ولا بالأنداد ولا تحلفوا إلا بالله ولا تحلفوا بالله إلا وأنتم صادقون

তাহকীক:
তাহকীক চলমান
