ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১০. শপথ ও মান্নতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৭৫৫
শপথ ও মান্নতের অধ্যায়
কী বলে শপথ করবে
(১৭৫৫) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর শপথ ছিল: অন্তরগুলোকে যিনি পরিবর্তন করেন তার শপথ, না।
كتاب الأيمان والنذور
عن ابن عمر رضي الله عنهما قال: كانت يمين النبي صلى الله عليه وسلم: لا ومقلب القلوب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৭৫৬
শপথ ও মান্নতের অধ্যায়
কী বলে শপথ করবে
(১৭৫৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর ৯৯টি নাম আছে । যে ব্যক্তি সেগুলো গণনা করে আয়ত্ব করবে সে জান্নাতে প্রবেশ করবে । (মুসলিমের বর্ণনায়: 'যে ব্যক্তি সেগুলো মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে'।
كتاب الأيمان والنذور
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إن لله تسعة وتسعين اسما من أحصاها (حفظها) دخل الجنة
tahqiq

তাহকীক: