ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১০. শপথ ও মান্নতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭৫১
নিরর্থক শপথ
(১৭৫১) আয়িশা রা. বলেন, মানুষ সাধারণ কথার মধ্যে শপথের উদ্দেশ্য ছাড়া ‘না, আল্লাহর কসম', 'হ্যাঁ, আল্লাহর কসম' বলে, সে বিষয়েই আল্লাহর বাণী “তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ি করবেন না'** নাযিল হয়েছে। অর্থাৎ এ সকল অনিচ্ছাকৃত কথার জন্য আল্লাহ বান্দাকে দায়ি করবেন না।
عن عائشة رضي الله عنها: أنزلت هذه الآية: لا يؤاخذكم الله باللغو في أيمانكم في قول الرجل: لا والله وبلى والله
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৭৫২
নিরর্থক শপথ
(১৭৫২) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলতেন, কোনো মানুষ যদি কোনো বিষয়কে সঠিক ও সত্য জেনে শপথ করে, কিন্তু পরে দেখা যায় যে, তার ধারণা ভুল ছিল, তবে সেই শপথ হল 'নিরর্থক শপথ'।
عن أبي هريرة رضي الله عنه أنه كان يقول: لغو اليمين حلف الإنسان على الشيء يظن أنه الذي حلف عليه فإذا هو غير ذلك
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান