ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৯. দাসমুক্তির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭৪০
শত্রুরাষ্ট্রের কারো দাস যদি মুসলিম হয়ে আমাদের কাছে চলে আসে
(১৭৪০) আলী রা. বলেন, হুদাইবিয়ার দিনে সন্ধির আগেই মক্কার কিছু ক্রীতদাস পালিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে। তখন অনেকে বলেন, এরা ইসলামের মুহাব্বতে নয়, শুধুমাত্র দাসত্ব থেকে বাঁচার জন্যই পালিয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে ভর্ৎসনা করেন, এ সকল দাসকে ফেরত দিতে অস্বীকার করেন এবং বলেন, 'এরা মহিমাময় আল্লাহ কর্তৃক আযাদকৃত'।
عن علي رضي الله عنه قال: خرج عبدان إلى رسول الله صلى الله عليه وسلم يوم الحديبية قبل الصلح... فذكر الحديث وفيه: قال صلى الله عليه وسلم: هم عتقاء الله سبحانه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান