ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৯. দাসমুক্তির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭৩৮
যদি কেউ তার কোনো রক্তসম্পর্কের নিকটাত্মীয়ের মালিকানা লাভ করে তাহলে উক্ত আত্মীয় মুক্ত হয়ে যাবে
(১৭৩৮) সামুরা ইবন জুনদাব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো ব্যক্তি তার রক্তসম্পর্কিত বিবাহ-নিষিদ্ধ নিকটাত্মীয়ের মালিকানা লাভ করে তাহলে সেই আত্মীয় দাস মুক্ত ও আযাদ ।
عن سمرة بن جندب رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: من ملك ذا رحم محرم فهو حر

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৭৩৯
যদি কেউ তার কোনো রক্তসম্পর্কের নিকটাত্মীয়ের মালিকানা লাভ করে তাহলে উক্ত আত্মীয় মুক্ত হয়ে যাবে
(১৭৩৯) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি রক্তসম্পর্কিত বিবাহ-নিষিদ্ধ নিকটাত্মীয়ের মালিকানা লাভ করবে সেই আত্মীয় তার কাছে (মালিকানার সাথে সাথে স্বতঃ) আযাদ হয়ে যাবে।
عن ابن عمر رضي الله عنه مرفوعا: من ملك ذا رحم عتق محرم عتق عليه

তাহকীক:
তাহকীক চলমান