ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭৩০
মাতার অবাধ্য হওয়ার পাপ
(১৭৩০) মুগীরা ইবন শু'বা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় হারাম করেছেন: মায়েদের অবাধ্য হওয়া, কন্যাদের জীবন্ত কবর দেওয়া এবং কারো প্রাপ্য প্রদানে অস্বীকার করা বা কারো কাছে প্রাপ্যের অতিরিক্ত দাবি করা। আর তিনি তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ (মাকরূহ) করেছেন: বেশী কথা বলা ও কে কী বলেছে তা আলোচনা করা, বেশী প্রশ্ন করা এবং সম্পদ অপচয় করা।
عن المغيرة بن شعبة رضي الله عنه مرفوعا: إن الله حرم عليكم ثلاثا: عقوق الأمهات ووأد البنات ومنع وهات وكره لكم ثلاثا: قيل وقال وكثرة السؤال وإضاعة المال

তাহকীক:
তাহকীক চলমান
