ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭৩১
তালাকপ্রাপ্তা স্ত্রী ভরণপোষণ ও আবাসন পাবেন
(১৭৩১) তাবিয়ি আবু ইসহাক সুবায়ি (১২৮ হি.) বলেন, আমি (প্রখ্যাত নবী-যুগপ্রাপ্ত তাবিয়ি) আসওয়াদ ইবন ইয়াযীদ (৭৫ হি.) এর সাথে কুফার বড় মসজিদে বসে ছিলাম। আমাদের সাথে ছিলেন (তাবিয়ি) শা’বি (১০৪ হি.)। এসময় শা'বি ফাতিমা বিনতু কাইস রা.র হাদীস বর্ণনা করেন যে, তিনি স্বামী কর্তৃক তালাকপ্রাপ্তা হলে রাসূলুল্লাহ (ﷺ) তার জন্য আবাসন ও খরচপত্রের বিধান দেন নি। তখন আসওয়াদ একমুঠি কাঁকর নিয়ে শা'বিকে ছুড়ে মারেন এবং বলেন, দুর্ভাগ্য আপনার! আপনি এই ধরনের হাদীস বলছেন! (ফাতিমার এই হাদীসের বিষয়ে) উমার রা. বলেছেন, আমরা আল্লাহর কিতাব ও আমাদের নবী (ﷺ) এর সুন্নত একজন মহিলার কথায় ত্যাগ করতে পরি না; কারণ আমরা জানি না, হয়তবা তিনি বিষয়টি সঠিকভাবে মনে রেখেছেন অথবা ভুলে গিয়েছেন । তালাকপ্রাপ্তা স্ত্রী আবাসন ও খরচপত্র পাবেন। মহিমাময় পরাক্রান্ত আল্লাহ ইরশাদ করেছেন, 'তোমরা তালাকপ্রাপ্তা স্ত্রীদেরকে তাদের বাসগৃহ থেকে বের কোরো না এবং তারাও যেন বের না হয়, যদি না তারা স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়'।**
عن أبي إسحاق قال: كنت مع الأسود بن يزيد جالسا في المسجد الأعظم ومعنا الشعبي فحدث الشعبي بحديث فاطمة بنت قيس أن رسول الله صلى الله عليه وسلم لم يجعل لها سكنى ولا نفقة ثم أخذ الأسود كفا من حصى فحصبه به فقال: ويلك تحدث بمثل هذا قال عمر: لا نترك كتاب الله وسنة نبينا صلى الله عليه وسلم لقول امرأة لا ندري لعلها حفظت أو نسيت لها السكنى والنفقة قال الله عز وجل: لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة... وكان عمر يجعل لها السكنى والنفقة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান