ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭২৬
পিতামাতা, সন্তানসন্ততি ও পরিবারের সদস্যদের খরচপত্র ও সদ্ব্যবহার
(১৭২৬) আয়িশা রা. বলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতু উতবা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলেন, হে আল্লাহর রাসূল, আবু সুফিয়ান একজন কৃপণ মানুষ। আমার ও আমার সন্তানদের জন্য যথেষ্ট পরিমান খরচপত্র সে আমাকে দেয় না। আমি তাকে না জানিয়ে তার সম্পদ থেকে কিছু না নিলে আমাদের চলে না। এভাবে তাকে না জানিয়ে নিলে কি আমার পাপ হবে? তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমার ও তোমার সন্তানদের জন্য ন্যায়সঙ্গতভাবে যা কিছু প্রয়োজন তা তুমি নিয়ে নেবে।
عن عائشة رضي الله عنها قالت: دخلت هند بنت عتبة امرأة أبي سفيان على رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن أبا سفيان رجل شيخ لا يعطيني من النفقة ما يكفيني ويكفي بني إلا ما أخذت من ماله بغير علمه فهل علي في ذلك من جناح فقال رسول الله صلى الله عليه وسلم: خذي من ماله بالمعروف ما يكفيك ويكفي بنيك

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৭২৭
পিতামাতা, সন্তানসন্ততি ও পরিবারের সদস্যদের খরচপত্র ও সদ্ব্যবহার
(১৭২৭) তারিক মুহারিবি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যাদের ভরণপোষণ তোমার দায়িত্বে তাদের জন্য তুমি সর্বাগ্রে ব্যয় করবে। তোমার মাতা, তোমার পিতা, তোমার বোন, তোমার ভাই; অতঃপর তোমার বেশী নিকটবর্তী, এরপর যে বেশী নিকটবর্তী।
عن طارق المحاربي رضي الله عنه مرفوعا: وابدأ بمن تعول أمك وأباك وأختك وأخاك ثم أدناك أدناك

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৭২৮
পিতামাতা, সন্তানসন্ততি ও পরিবারের সদস্যদের খরচপত্র ও সদ্ব্যবহার
(১৭২৮) বাহয ইবন হাকীম তার পিতা থেকে, তিনি তার দাদা (মুআবিয়া ইবন হাইদাহ) থেকে বর্ণনা করেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি কার সেবাযত্ন ও আনুগত্য করব? তিনি বলেন, তোমার মাতার, অতঃপর তোমার মাতার, অতঃপর তোমার মাতার, অতঃপর তোমার পিতার; এরপর তোমার বেশী নিকটবর্তী আত্মীয়ের, এরপর তোমার পরবর্তী বেশী নিকটবর্তী আত্মীয়ের ।
عن بهز بن حكيم عن أبيه عن جده قال: قلت يا رسول الله: من أبر؟ قال: أمك ثم أمك ثم أمك ثم أباك ثم الأقرب فالأقرب

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৭২৯
পিতামাতা, সন্তানসন্ততি ও পরিবারের সদস্যদের খরচপত্র ও সদ্ব্যবহার
(১৭২৯) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, একব্যক্তি বলে, হে আল্লাহর রাসূল, আমার ধনসম্পদ আছে এবং সন্তানসন্ততি আছে। আমার পিতা আমার ধনসম্পত্তি সব ভোগ করতে চান। তখন তিনি বলেন, তুমি এবং তোমার ধনসম্পদ তোমার পিতার জন্য।
عن جابر بن عبد الله رضي الله عنهما أن رجلا قال: يا رسول الله إنّ لي مالا وولدا وإن أبي يريد أن يجتاح مالي فقال: أنت ومالك لأبيك

তাহকীক:
তাহকীক চলমান