ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৬৭৯
ক্রীতদাসের তালাক
(১৬৭৯) ইবন উমার রা. বলতেন, যদি কোনো ব্যক্তি তার ক্রীতদাসকে বিবাহ করার অনুমতি দেয় তাহলে সেই ক্রীতদাস নিজ তালাক না দিলে তার স্ত্রীকে তার থেকে বিচ্ছিন্ন করা যাবে না। তবে যদি কোনো মানুষ তার ক্রীতদাসের ক্রীতদাসী বা তার ক্রীতদাসীর ক্রীত দাসীকে গ্রহণ করে তাহলে তাতে অসুবিধা নেই।
عن ابن عمر رضي الله عنهما أنه كان يقول: من أذن لعبده في أن ينكح فإنه لا يجوز لامرأته طلاق إلا أن يطلقها العبد فأما أن يأخذ الرجل أمة غلامه أو أمة وليدته فلا جناح عليه

তাহকীক:
তাহকীক চলমান