ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৬৭৮
তালাক - ডিভোর্স অধ্যায়
স্বামী কর্তৃক স্ত্রীকে তার বিষয় তার হাতে তুলে দেওয়া
(১৬৭৮) ইবন উমার রা. বলতেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে নিজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার প্রদান করেন তবে স্ত্রী যে সিদ্ধান্ত গ্রহণ করবে তাই কার্যকর হবে। তবে যদি সে স্ত্রীর সিদ্ধান্ত অস্বীকার করে বলে, আমি তোমাকে শুধুমাত্র এক তালাক প্রদানের অধিকার দিয়েছি, তবে এ বিষয়ে তাকে শপথ করাতে হবে এবং এক্ষেত্রে এক তালাক হবে এবং ইদ্দতের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নেয়ার অধিকার তারই বেশী থাকবে।
كتاب الطلاق
عن ابن عمر رضي الله عنهما أنه كان يقول: إذا ملك الرجل امرأته أمرها فالقضاء ما قضت إلا أن ينكر عليها فيقول: لم أرد إلا تطليقة واحدة فيحلف على ذلك ويكون أملك بها في عدتها
tahqiq

তাহকীক: