ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৬৮০
অসুস্থ ব্যক্তির তালাক
(১৬৮০) তাবিয়ি বিচারপতি শুরাইহ বলেন, উমার ইবনুল খাত্তাব রা. আমাকে চিঠি লিখে নির্দেশ দেন যে, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকা অবস্থায় নিজের স্ত্রীকে তিন তালাক প্রদান করার পরে মৃত্যুবরণ করে তবে যদি স্ত্রীর ইদ্দতের মধ্যে তার মৃত্যু হয় তাহলে তুমি সেই স্ত্রীকে উক্ত স্বামীর সম্পত্তির উত্তরাধিকার প্রদান করবে। আর যদি ইদ্দত অতিক্রান্ত হওয়ার পরে সেই স্বামীর মৃত্যু হয় তাহলে স্ত্রী উত্তরাধিকার লাভ করবে না।
عن شريح أن عمر بن الخطاب رضي الله عنه كتب إليه في رجل طلق امرأته ثلاثا وهو مريض: أن ورثها ما دامت في عدتها فإذا انقضت العدة فلا ميراث لها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান