ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১৬৫৭
তালাক - ডিভোর্স অধ্যায়
সুন্নত তালাক ও বিদআত তালাক
(১৬৫৭) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, সুন্নত তালাক হল যে, স্ত্রী ঋতু থেকে পবিত্র হওয়ার পরে স্বামী স্ত্রীর সাথে মিলিত হয় নি এরূপ অবস্থায় স্বামী স্ত্রীকে তালাক দিবে।
كتاب الطلاق
عن عبد الله رضي الله عنه قال: طلاق السنة أن يطلقها طاهرا في جماع
তাহকীক:
হাদীস নং: ১৬৫৮
তালাক - ডিভোর্স অধ্যায়
সুন্নত তালাক ও বিদআত তালাক
(১৬৫৮) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি তার স্ত্রীকে ঋতুমতী অবস্থায় তালাক প্রদান করেন। এরপর তিনি ইচ্ছা করেন যে পরবর্তী দুই পবিত্রতায় তাকে বাকি দুই তালাক প্রদান করবেন। বিষয়টি নবী (ﷺ) এর কাছে পৌঁছায়। তখন তিনি বলেন, হে ইবন উমার, আল্লাহ এভাবে নির্দেশ দেন নি । তুমি সুন্নতের বাইরে কাজ করেছ । সুন্নত হল যে, তুমি পবিত্রতার জন্য অপেক্ষা করবে এবং প্রত্যেক পবিত্রতায় একবার তালাক দিবে। তখন রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশ মোতাবেক আমি স্ত্রীকে ফিরিয়ে নিলাম । অতঃপর তিনি আমাকে বলেন, যখন তোমার স্ত্রী ঋতুমতী হবে এবং এরপর পবিত্র হবে তখন তুমি তালাক প্রদান করবে এবং এরপর নিজেকে বিরত রাখবে । আমি বললাম, হে আল্লাহর রাসূল, যদি আমি তাকে তিন তালাক প্রদান করতাম তাহলে কি আর ফিরিয়ে নিতে পারতাম? তিনি বলেন, না। সেক্ষেত্রে সে স্থায়ীভাবে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত এবং এভাবে তালাক দেওয়া পাপ হত ।
كتاب الطلاق
عن ابن عمر رضي الله عنهما أنه طلق امرأته تطليقة وهي حائض ثم أراد أن يتبعها بطلقتين أخراوين عند القراين الباقيين فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فقال: يا ابن عمر ما هكذا أمر الله أخطأت السنة والسنة أن تستقبل الطهر فتطلق لكل قرء فأمرني رسول الله صلى الله عليه وسلّم فراجعتها ثم قال: إذا هي حاضت ثم طهرت فطلق عند ذلك وأمسك فقلت: يا رسول الله لو طلقتها ثلاثا كان لي أن أراجعها؟ لا كانت تبين منك وتكون معصية ...حسبت علي بتطليقة
তাহকীক:
হাদীস নং: ১৬৫৯
তালাক - ডিভোর্স অধ্যায়
সুন্নত তালাক ও বিদআত তালাক
(১৬৫৯) মুআয রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবে বর্ণিত, হে মুআয, যদি কেউ বিদআত পদ্ধতিতে এক, দুই বা তিন তালাক প্রদান করে, তবে আমরা তার বিদআত মানতে তাকে বাধ্য করব।
كتاب الطلاق
عن معاذ رضي الله عنه مرفوعا: يا معاذ من طلق للبدعة واحدة أو اثنتين أو ثلاثا ألزمناه بدعته
তাহকীক: