ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৬৬০
একত্রে তিন তালাক দেওয়া মাকরূহ, তবে দিলে তিন তালাকই হবে
(১৬৬০) মাহমুদ ইবন লাবীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে সংবাদ দেওয়া হয় যে, একব্যক্তি তার স্ত্রীকে একত্রে তিন তালাক প্রদান করেছে। তখন তিনি রাগন্বিত হয়ে উঠে দাঁড়ান, অতঃপর বলেন, আমি তোমাদের মধ্যে বিদ্যমান থাকতেই আল্লাহর কিতাব নিয়ে খেল-তামাশা করা হচ্ছে?!
عن محمود بن لبيد رضي الله عنه قال: أخبر رسول الله صلى الله عليه وسلم عن رجل طلق امرأته ثلاث تطليقات جميعا فقام غضبانا ثم قال: أيلعب بكتاب الله وأنا بين أظهركم؟
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৬৬১
একত্রে তিন তালাক দেওয়া মাকরূহ, তবে দিলে তিন তালাকই হবে
(১৬৬১) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শুনতে পান যে, একব্যক্তি তার স্ত্রীকে আলবাত্তা' বা নিশ্চিত তালাক দিয়েছে। তখন তিনি রাগন্বিত হন এবং বলেন, এরা আল্লাহর আয়াতকে তামাশার বিষয় বানিয়ে নিচ্ছে। যে ব্যক্তি আলবাত্তা’ (আলবৎ) বা পূর্ণ তালাক দিবে আমরা তার তালাক তিন তালাক হিসাবে গণ্য করব। সেই স্ত্রী আর তার জন্য হালাল হবে না, যতক্ষণ না সে অন্য কোনো স্বামীকে বিবাহ করবে।
عن علي رضي الله عنه قال: سمع النبي صلى الله عليه وسلم رجلا طلق البتة فغضب وقال: تتخذون آيات الله هزوا... من طلق البتة ألزمناه ثلاثا لا تحل له حتى تنكح زوجا غيره
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৬৬২
একত্রে তিন তালাক দেওয়া মাকরূহ, তবে দিলে তিন তালাকই হবে
(১৬৬২) আলী রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবে বর্ণিত, যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে একত্রে তিন তালাক দেয় অথবা তিন পবিত্রতায় তিন তালাক দেয় তবে সেই স্ত্রী আর তার জন্য বৈধ হবে না, যতক্ষণ না সে অন্য স্বামীকে বিবাহ করবে।
عن علي رضي الله عنه مرفوعا : أيما رجل طلق امرأته ثلاثا مبهمة أو ثلاثا عند الإقراء لم تحل له حتى تنكح زوجا غيره
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান