ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৬৪৭
পাঁচ চুমুকের কমে বৈবাহিক নিষেধাজ্ঞা আরোপিত না হওয়ার ব্যাখ্যা
(১৬৪৭) আয়িশা রা. বলেন, কুরআন কারীমের আয়াত হিসাবে অবতীর্ণ হয়েছিল যে, ‘পরিজ্ঞাত দশ চুমুক দুধপানই বিবাহ হারাম করবে। পরে ‘পরিজ্ঞাত পাঁচ চুমুক বিবাহ হারাম করবে' দ্বারা তা রহিত করা হয় । রাসূলুল্লাহ (ﷺ) যখন ইন্তিকাল করেন তখনও তা কুরআনের আয়াত হিসাবে পঠিত হত।
عن عائشة رضي الله عنها أنها قالت: كان فيما أنزل من القرآن: عشر رضعات معلومات يحرمن ثم نسخن بخمس معلومات فتوفي رسول الله صلى الله عليه وسلم وهن فيما يقرأ من القرآن
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা