ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৬৪৮
বিবাহ-শাদীর অধ্যায়
দুই বছরের পরে দুধপান করলে বিবাহ হারাম হয় না
(১৬৪৮) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, শুধুমাত্র ক্ষুধার জন্য দুধপানই দুধপান। (অর্থাৎ যে বয়সে শিশু অন্য কিছু খেতে পারে না জীবন ধারণের জন্যই তার দুধের প্রয়োজন সেই সময়ের দুধপানই দুধ-সম্পর্ক সৃষ্টি করবে)।
كتاب النكاح
عن عائشة رضي الله عنها مرفوعا: إنما الرضاعة من المجاعة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৪৯
বিবাহ-শাদীর অধ্যায়
দুই বছরের পরে দুধপান করলে বিবাহ হারাম হয় না
(১৬৪৯) উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে দুধপান স্তন থেকে করা হয়, যা শিশুর অন্ত্র উন্মোচিত করে (শিশুর ক্ষুধা মিটায় ও মূল পুষ্টি দেয়) এবং দুধ ছাড়ানোর পূর্বে হয় সেই দুধপানই বিবাহ হারাম করে।
كتاب النكاح
عن أم سلمة رضي الله عنها مرفوعا: لا يحرم من الرضاعة إلا ما فتق الأمعاء في الثدي وكان قبل الفطام
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৫০
বিবাহ-শাদীর অধ্যায়
দুই বছরের পরে দুধপান করলে বিবাহ হারাম হয় না
(১৬৫০) ইবন আব্বাস রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবে বর্ণিত, দুই বছরের মধ্যে যে দুধপান করা হয় তা ছাড়া অন্য কোনো দুধপানে দুধ-সম্পর্ক হয় না । (দুই বছর বয়সের পরে কেউ কারো দুধপান করলে তাতে দুধ-সম্পর্ক স্থাপিত হয় না)।
كتاب النكاح
عن ابن عباس رضي الله عنهما مرفوعا قال: لا رضاع إلا ما كان في الحولين
tahqiq

তাহকীক: