ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৬৪৬
এক চুমুক বা দুই চুমুক দুধ পানে বিবাহ হারাম না হওয়ার ব্যাখ্যা
(১৬৪৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এক চুমুক এবং দুই চুমুক দুধপান বিবাহ হারাম করে না। (অর্থাৎ শিশু কারো বুকের দুধ এক চুমুক বা দুই চুমুক মাত্র পান করলে এতে সেই মহিলা তার দুধ-মা বলে গণ্য হবেন না এবং সেই মহিলা ও তার বংশধরদের সাথে দুধ-সম্পর্কে বৈবাহিক নিষেধাজ্ঞা আরোপিত হবে না)।
عن عائشة رضي الله عنها مرفوعا: لا تحرم المصة والمصتان
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা