ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৬৩৩
অন্যের দ্বারা গর্ভবতী নারীর সাথে মিলিত হওয়া
(১৬৩৩) রুওয়াইফি' ইবন সাবিত আনসারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে তার জন্য বৈধ নয় যে, সে তার পানি দ্বারা অন্যের ক্ষেত ভেজাবে, অর্থাৎ অন্যের দ্বারা গর্ভবতী নারীর সাথে স্ত্রী বা ক্রীতদাসীরূপে মিলিত হওয়া বৈধ নয়।
عن رويفع بن ثابت الأنصاري رضي الله عنه مرفوعا: لا يحل لامرئ يؤمن بالله واليوم الآخر أن يسقي ماءه زرع غيره يعني إتيان الحبالى
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান