ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৬৩৪
বিবাহ-শাদীর অধ্যায়
স্বামী-স্ত্রীর মিলনের গোপন কথা প্রকাশ করা মাকরূহ
(১৬৩৪) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের অন্যতম হবে সেই ব্যক্তি যে তার স্ত্রীতে উপগত হয় এবং স্ত্রী তার সাথে মিলিত হয়। এরপর সে তার স্ত্রীর গোপন কথা প্রকাশ করে।
كتاب النكاح
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: إن من أشر الناس عند الله منزلة يوم القيامة الرجل يفضي إلى امرأته وتفضي إليه ثم ينشر سرها
তাহকীক: