ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৬৩২
ক্রীতদাসী হিসাবে বণ্টিত যুদ্ধবন্দি নারী গমন
(১৬৩২) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আউতাস যুদ্ধের যুদ্ধবন্দি ক্রীতদাসীদের বিষয়ে বলেন, কোনো নারী গর্ভবতী হলে প্রসব না করা পর্যন্ত তার সাথে মিলিত হওয়া যাবে না। গর্ভবিহীন কোনো নারীর সাথেও মিলিত হওয়া যাবে না, যতক্ষণ না সে একবার মাসিক ঋতুস্রাব সমাপ্ত করে।
عن أبي سعيد الخدري رضي الله عنه رفعه أنه قال في سبايا أوطاس: لا توطأ حامل حتى تضع ولا غير ذات حمل حتى تحيض حيضة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান