ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৫৯৭
প্রাপ্তবয়স্কা মেয়ের বিবাহের জন্য অভিভাবক শর্ত নয়
(১৫৯৭) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, স্বামীহীনা (প্রাপ্তবয়স্কা) নারী নিজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে অভিভাবকের চেয়েও বেশী অধিকার রাখে। আর কুমারী মেয়েকে তার নিজের বিষয়ে মতামত ও সম্মতি গ্রহণ করতে হবে। তার নীরবতা সম্মতি বলে গণ্য ।
عن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: الأيم أحق بنفسها من وليها والبكر تستأذن في نفسها وإذنها صماتها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা