ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৫৯৬
ইয়াহুদি ও খ্রিস্টান মহিলাকে বিবাহ করা
(১৫৯৬) ইবন আব্বাস রা. বলেন, যখন কুরআনের এই আয়াত নাযিল হল: ‘তোমরা মুশরিক নারীগণকে বিবাহ কোরো না যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে' তখন মানুষেরা অমুসলিম মেয়েদেরকে বিবাহ করা থেকে বিরত রইলো । অবশেষে যখন পরবর্তী আয়াত নাযিল হল: আজ তোমাদের জন্য সমস্ত ভালো জিনিস হালাল করা হল। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে (ইয়াহুদি ও খ্রিস্টান) তাদের খাদ্যদ্রব্য (জবাইকৃত পশু) তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য বৈধ। এবং মুমিন সচ্চরিত্রা নারী এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে (ইয়াহুদি ও নাসারাগণ) তাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য বৈধ করা হল...', তখন মানুষেরা (সাহাবিগণ) ইয়াহুদি ও খ্রিস্টান মেয়েদেরকে বিবাহ করলেন।
عن ابن عباس رضي الله عنه قال: نزلت هذه الآية ولا تنكحوا المشركات حتى يؤمن فحجز الناس عنهن حتى نزلت الآية التي بعدها: اليوم أحل لكم الطيبات والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم فنكح الناس نساء أهل الكتاب
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান