ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৫৯৫
একজন মহিলাকে এবং তার পিতার স্ত্রীকে একত্রে বিবাহ করা
(১৫৯৫) তাবিয়ি আলী ইবন আলী আস-সায়িব বলেন, (আলী রা.র ভাই জা'ফর তাইয়ার রা.র পুত্র) আব্দুল্লাহ ইবন জা'ফর আলী রা.র ইন্তিকালের পরে তার বিধবা স্ত্রী লাইলা বিনতু মাসউদকে বিবাহ করেন। একই সাথে তিনি আলীর অন্য স্ত্রীর (প্রথমা স্ত্রী ফাতিমার) গর্ভজাত কন্যা যাইনাবকেও বিবাহ করেন।
عن علي بن علي بن السائب أن عبد الله بن جعفر تزوج ليلى امرأة علي بن أبي طالب وزينب بنت علي من غيرها

তাহকীক:
তাহকীক চলমান